নিজস্ব প্রতিবেদন : বিজেপিতে যোগ দিয়ে আজই দিল্লি থেকে রাজ্যে আসার কথা অর্জুন সিংয়ের। বিকেল সাড়ে ৪টেয় দমদম বিমানবন্দরে নামার কথা তাঁর। তারআগেই জগদ্দলের মেঘনা মিল এলাকায় অর্জুনের খাস তালুক বিজয়গড়ে হামলার ঘটনা ঘটল অর্জুন ঘনিষ্ঠের বাড়িতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অভিযোগ, ভাঙচুর করা হয়েছে একটি গাড়ি। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে RAF। ভাঙচুরের ঘটনায় সদ্য তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংয়ের খুড়তুতো ভাই সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। অভিযোগ উড়িয়ে সঞ্জয় সিং যদিও দাবি করেছেন, নিজেরা ভাঙচুর করে তাঁর নামে দোষ দিচ্ছে বিজেপি।


আরও পড়ুন, এক সপ্তাহের মধ্যে বাঁকুড়া থেকে ফের বাজেয়াপ্ত বিপুল বিস্ফোরক


এদিকে ভাঙচুরের ঘটনার পরেই জগদ্দল থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিস্থিতি সামালাতে সঙ্গে সঙ্গেই এলাকায় নামানো হয় র‍্যাফ। জগদ্দল থানার সামনে ব্যস্ততম ঘোষ পাড়া রোডও অবোরোধ করেন বিজেপি কর্মী, সমর্থকরা। পরে অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়।