এক সপ্তাহের মধ্যে বাঁকুড়া থেকে ফের বাজেয়াপ্ত বিপুল বিস্ফোরক
উদ্ধার হয়েছে ৮০০ ডিটোনেটর, ২০০টি পাওয়ার জেল। এছাড়াও মিলেছে প্রায় এক কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট।
নিজস্ব প্রতিবেদন : চলতি সপ্তাহে এনিয়ে দুবার। ফের বাঁকুড়া থেকে উদ্ধার হল বিপুল বিস্ফোরক। এবার ইন্দপুরের বগা গ্রাম থেকে উদ্ধার হল অ্যামোনিয়াম নাইট্রেট, ডিটোনেটর। উল্লেখ্য, গত বৃস্পতিবার শালতোড়ায় উদ্ধার হয়েছিল জিলেটিন স্টিক সহ প্রচুর বিস্ফোরক।
রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় জেলা প্রশাসন। আর তাতেই উদ্ধার হয় ৮০০ ডিটোনেটর, ২০০টি পাওয়ার জেল। এছাড়াও মিলেছে প্রায় এক কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট। প্রসঙ্গত গত বৃহস্পতিবারই শালতোড়ার পাবড়ায় একটি গুদাম থেকে ১৩৩ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, ১০৬ প্যাকেট ডিটোনেটর ও প্রায় সাড়ে ৬ হাজার জিলেটিন স্টিক উদ্ধার করা হয়।
আরও পড়ুন, নুসরতকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতা সহ গ্রেফতার ২
এক সপ্তাহে দু-দুটি জায়গা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে জেলা প্রশাসনের কপালে। তবে এই বিস্ফোরকের সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা জানা যায়নি। এই বিস্ফোরক কী খাদানে ব্যবহারের জন্য মজুত হয়েছিল? নাকি তা অন্য কোথাও ব্যবহারের জন্য রাখা হয়েছিল? জানতে তদন্ত শুরু করেছে পুলিস।