নিজস্ব প্রতিবেদন: রবিবার সাতসকালে প্রকাশ্যে চলল গুলি। দিলের আলোয় ওই গুলি চালনার দৃশ্য ভাইরাল হল এলাকায়। এর সঙ্গে এলাকারই দুই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি কোনও কোনও মহলে। ঘটনা ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Asansol: শ্বশুরবাড়ি গিয়ে খুলল কপাল, কয়েকঘণ্টাতেই কোটিপতি জামাই 


এদিন সকালে ভদ্রকালীতে প্রকাশ্যে চলাতে শুরু করে কিছু দুষ্কৃতী। পাল্টা বোমার আওয়াজও পাওয়া য়ায়। বন্দুকের মতো কোনও অস্ত্র থেকে সেই গুলি চালানো হয়। সকালের ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় বিকেলে। এলাকা দখলকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই লড়াই ছিল। এবার তা প্রকাশ্যে গুলির লড়াইয়ের আকারে সামনে চলে এল। অবশ্য ওই ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।


আরও পড়ুন- Durand Cup: ফুটবলে শট নিয়েই ডুরান্ডের কিক-অফ করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee


এনিয়ে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মাদ রহিসউদ্দিন বলেন, এমন একটা ভিডিয়ো নজরে এসেছে। ভদ্রকালী এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে পুরনো সমস্যা রয়েছে। তার জেরেই ওই গুলি চালিয়েছে কিছু যুবক। বারবার ওদের বলেও কোনও সমাধান হয়নি। প্রশাসনের নজরেও বিষয়টি এনেছি। আজকের গঠনা জেলা পুলিস সুপারকে ঘটনাটি জানিয়েছি।


অন্যদিকে, এনিয়ে ইসলামপুর পুলিস জেলার সুপার সচিন মক্কার বলেন, 'এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)