Durand Cup: ফুটবলে শট মেরে ডুরান্ডের কিক-অফ করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee

Sep 05, 2021, 18:42 PM IST
1/6

যুবভারতীতে মমতা

Mamata Banerjee YVK

রবিবাসরীয় বিকালে শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী ১৩০ তম ডুরান্ড কাপ। ভিআইপি বক্সে বসে খেলা দেখছেন মমতা।

2/6

ফুটবলে শট নিয়েই ডুরান্ডের কিক-অফ করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee kicks off Durand

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফুটবলে শট মেরে কিক-অফ করলেন টুর্নামেন্টের। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছেন মুখ্যমন্ত্রী।

3/6

ডুরান্ড কাপ ট্রফি

 Durand Cup trophy

ডুরান্ড কাপের তিনটি ট্রফির সঙ্গে ফটো সেশন। দুরন্ত এক মুহূর্ত। সেনার একাধিক কর্তার সঙ্গে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

4/6

সেনার হেলিকপ্টার

Army helicopter

সেনার হেলিকপ্টার থেকে যুবভারতীতে হলো পুস্পবৃষ্টি। আকাশ থেকে পড়ছে ফুলের পাঁপড়ি।  

5/6

সেনার ব্যান্ড

Army band performing

উদ্বোধনে পারফর্ম করছে সেনার ব্যান্ড।

6/6

মহমেডান স্পোর্টিং বনাম ভারতীয় বায়ু সেনা

Mohammedan SC vs Indian Air force

সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (Vivekananda Yuva Bharati Krirangan, VYBK) ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মহমেডান স্পোর্টিং (Mohammedan SC) ও ভারতীয় বায়ু সেনা (Indian Air force)। ডুরান্ডের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। যুবভারতী ছাড়াও খেলা হবে কলকাতার মোহনবাগান মাঠে। এছাড়াও তৃতীয় ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কল্যাণী মিউনিসিপ্যাল স্টেডিয়াম।