নিজস্ব প্রতিনিধি: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে বিধায়কের গাড়ি। গুরুতর জখম হন বিধায়কের আপ্ত সহায়ক। কিন্তু সেসময়ে গাড়িতে ছিলেন না সুখবিলাস বর্মা। আহত আপ্ত সহায়ক জলপাইগুড়ির একটি নার্সিংহোমে চিকিত্সাধীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সরকারি প্রকল্পে বিক্ষোভ, ভাঙচুর, আগুন, তিরবিদ্ধ পুলিস, দেখুন ভিডিও


সূত্রের খবর, রবিবার বিকালে নিজের গাড়িতেই জলপাইগুড়ি রোড স্টেশনে আসনে বিধায়ক সুখবিলাস বর্মা। ওই গাড়িতেই সঙ্গে ছিলেন তাঁর আপ্ত সহায়ক তপন চক্রবর্তী।  বিধায়ককে ট্রেনে তুলে দিয়ে একাই গাড়ি নিয়ে ফিরছিলেন তপনবাবু। সেসময়ই উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। গুরুতর আহত হন তিনি। মারাত্মক চোট লাগে দুই বাইক আরোহীরও।


আরও পড়ুন: মা ও প্রতিবন্ধী মেয়েকে মাথা থেঁতলে খুনের চেষ্টা, হাসপাতালে মেয়ের মৃত্যু


স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ির ওই নার্সিংহোমে নিয়ে যান। বর্তমানে তপন চক্রবর্তীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।