নিজস্ব প্রতিবেদন:  বসন্তের সকালে বাদলের ঘনঘটা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়। সঙ্গে বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায়, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি বাড়বে।  দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতে বৃষ্টি রাজ্য জুড়ে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত।এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।


আরও পড়ুন - পুরভোটে অশান্তি বরদাস্ত নয়, মমতার হুঁশিয়ারি পেতেই তত্পর প্রশাসন