বিধান সরকার: হাতে ছিল ওয়ারেন্ট। আদালতের নির্দেশ ছিল ধরে আনতে হবে আসামীদের। আর সেই ২ আসামীকে ধরতে গিয়েই  গিয়েছে বেদম মার খেল পুলিস। হুগলির মগরার ঘটনা। ওই ঘটনায় গ্রেফতার ১১ জন। তাদের আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। আদালত তাদের ১৪ দিন পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাংলাদেশে রাজাকারের বাচ্চাদের আত্মসমর্পণ করাবে ভারত, পেট্রাপোলে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু


কী হয়েছিল আদতে? ২০২৩ সালের একটি মামলায় ২ জনকে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত। সেই ২ জনকে গ্রেফতার করতে মগরার অধিকারীপাড়ায় যায় মগরা থানার পুলিস। রবিবার সন্ধেয় পুলিসের গাড়ি দেখেই সেটি ঘিরে ধরে এলাকার মানুষজন। শুরু হয়ে যায় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি। মারধর করা হয়ে কয়েকজন পুলিস কর্মীকে। ভাঙচুর করা হয় পুলিসের গাড়ি। আহত হন ৩ পুলিসকর্মী।


এদিকে, জনতা পুলিস সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিস বাহিনী। শুরু হয়ে যায় ধরপাকড়। গ্রেফতার করা হয় ১১ জনকে।  পুলিসের কাজে বাধা দেওয়া, পুলিসের উপর আক্রমণের অভিযোগ তাদের গ্রেফতার করা হয়। আজ তাদের চুঁচুড়া আদালতে পেশ করা হলে তাদের ১৪ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতরা হলেন তনেশ ঘোষ,সুজিৎ অধিকারি,কৌশিক গোস্বামী, দেবাশীষ সরকার,দেবেশ অধিকারী ,কুনাল অধিকারী,গৌতম বিশ্বাস, অমর সর্নকার,  প্রসেনজিৎ পাল , বঙ্কিম ঘোষ ,ভাস্কর দাস।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)