নিজস্ব প্রতিবেদন : রোজ রোজ এক খাবার খেতে কার-ই বা ভালো লাগে? সবার-ই মাঝে মাঝে ইচ্ছে হয় একটু স্বাদবদলের। এটা, সেটা একটু চেখে দেখার। এই যেমন আমরা করে থাকি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোজ কি আর আমরা একই রান্না করে থাকি? একই খাবার খেয়ে থাকি? করি না। এক-একদিন এক-এক ধরনের রান্না হয়ে থাকে। আবার বাড়ির খাবারে 'অরুচি' হলে, হাতের কাছে রেস্তরাঁয় ঢুঁ মারা। ওদেরও তাই হয়েছিল। জঙ্গলে ওদের বাস। খিদে পেলে জঙ্গলের মধ্যে সারাক্ষণ কলা-ই ভরসা। কলা খেয়েই পেট ভরায় ওরা।


আরও পড়ুন, চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার SVF কর্ণধার শ্রীকান্ত মোহতা


কিন্তু 'একঘেয়ে' কলা খেতে খেতেও তো 'অরুচি' আসে। জঙ্গলের কলায় সেই অরুচি এসেছিল দুই বাঁদরের। আর তাই জঙ্গল ছেড়ে সোজা শহরে পাড়ি। শুধু শহরে পা দিয়েই থেমে থাকেনি বাঁদর দুটি। শহরের এসেই বাঁদর দলের গন্তব্য হয় রাস্তার ধারের একটি চিপসের দোকান।


আরও পড়ুন, মদের আসরে মাথা থেঁতলে খুন যুবক


সেই দোকানে গিয়ে দুই বাঁদর মিলে পেট পুরে চিপস খায়। খিদে মিটতেই তারপর আবার জঙ্গলে 'বাড়ির' ঠিকানায় পা বাড়ায় ওরা। বৃহস্পতিবার দুপুরে তাজ্জব এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রেসকোর্স পাড়ায়। রাস্তার ধারে পাড়ার দোকানে বাঁদররা পাশাপাশি বসে চিপস খাচ্ছে, এদৃশ্য দেখতে রীতিমতো ভিড় জমে যায় এলাকায়। ভিড় জমায় আট থেকে আশি, ছেলে-বুড়োর দল।