নিজস্ব প্রতিবেদন : প্রকাশ্যে মহিলাকে উত্যক্ত করার অভিযোগ উঠল বহরমপুরে। ওই মহিলার আরও অভিযোগ, সাহায্য চেয়ে তিনি যখন চিত্কার করেন, তখনও কেউ এগিয়ে আসেননি। এই ঘটনায় বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই মহিলা জানিয়েছেন, মেয়েকে নিয়ে বহরমপুরেরে গোরাবাজারে একটি বিপণিবিতানে গিয়েছিলেন তিনি। ভিতরে ঢোকার পর থেকেই তাঁকে অনুসরণ করতে শুরু করেন ছোট চেহারার টাকমাথা এক ব্যক্তি। এমনকি, তাঁর শরীরের পশ্চাদভাগে আপত্তিকরভাবে স্পর্শও করেন অভিযুক্ত। নানাভাবে তাঁকে হেনস্থা করা হয়।


আরও পড়ুন, বিয়ের দেড়বছরেই ছন্দপতন! শুক্রবার রাতে শেষমেশ এটাই ঘটল...


এরপরই তিনি সাহায্য চেয়ে চিত্কার করে ওঠেন। সেইসময় বহু মানুষই ওই বিপণিবিতানে কেনাকাটায় ব্যস্ত ছিলেন। কিন্তু তাঁর চিত্কার শুনেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ। বিপণিবিতানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে শ্লীলতাহানির সেই ছবি। ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে অভিযুক্তকে। যদিও অভিযুক্ত এখনও অধরা। আরও পড়ুন, দেওরের সঙ্গে বৌদির পরকীয়া, তারপর...