Tab Price: পড়ুয়াদের ট্যাবের টাকা ঢুকে যাচ্ছে `অন্যের` অ্যাকাউন্টে, মালদহে গায়ের ১৫ লক্ষ
Tab Price: এনিয়ে শিক্ষকদের বক্তব্য, পড়ুয়াদের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে। বিষয়টি ডিআইকে জানানো হয়েছে। কীভাবে অ্যাকাউন্ট নম্বর বদল হলে তা নিয়ে হতভম্ব জেলাশাসকও।
রণজয় সিংহ: পড়ুয়াদের নামে ট্যাবের টাকা আসছে কিন্তু সেই টাকা মাঝপথ থেকে চলে যাচ্ছে কোনও ভূতুড়ে অ্যাকাউন্টে। পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনার পর এবার মালদহেও একই অভিযোগ। কীভাবে চলছে এই জালিয়াতি? মালদহে অনন্ত ১৫০ পড়য়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। তিনটি স্কুল থেকে এরকম অনিয়মের অভিযোগ উঠেছে। ১৫ লক্ষ টাকারও বেশি কার্যত উধাও হয়ে গিয়েছে।
আরও পড়ুন-বিদ্যুত্ সরবারহ ৬০ শতাংশ কম করে দিল আদানি গোষ্ঠী, অন্ধকারে ঢুবতে চলেছে বাংলাদেশ
দেখা যাচ্ছে তালিকায় পুড়য়াদের নাম ঠিক রয়েছে কিন্তু তাদের অ্যাকাউন্ট নম্বর বদলে গিয়েছে। এনিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে। মালদহের ১৫টি ব্লকের মধ্যে ৩ ব্লকে এমন ঘটনা সামনে এসেছে। এগুলি হল হবিবপুর, গাজোল ও হরিশ্চন্দ্রপুর। ওইসব ব্লকের ৩টি স্কুলে সরকারের দেওয়া ১০ হাজার করে টাকা উধাও হয়ে গিয়েছে। পড়ুয়াদের অ্যাকাউন্ট বদলে ফেলা হয়েছে। ওই টাকার পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। এনিয়ে হবিবপুর থানা তদন্তে নেমেছে। এরকম খবর আসছে হরিশ্চন্দ্রুর ও গাজোল থেকেও।
এনিয়ে শিক্ষকদের বক্তব্য, পড়ুয়াদের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে। বিষয়টি ডিআইকে জানানো হয়েছে। কীভাবে অ্যাকাউন্ট নম্বর বদল হলে তা নিয়ে হতভম্ব জেলাশাসকও। সরকারি সিস্টেম হ্যাক হয়ে যাচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।
বর্ধমান ও বনগাঁতেও এরকম ঘটনা ঘটেছে। শিক্ষামন্ত্রীও বলেছেন এনিয়ে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ফলে সরকারি স্তরে গোলমালের কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাত্ ডেটা এন্ট্রির ক্ষেত্রে গোলযোগ হতে পারে। তবে এনিয়ে প্রশাসনের তরফে নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না। তবে ব্যাঙ্ক কীভাবে অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে নাম না মিলিয়ে টাকা দিয়ে দিচ্ছে এনিয়েও প্রশ্ন উঠছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)