ওয়েব ডেস্ক : পাহাড়ে সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় বিরাম নেই। গতরাতে বিজনবাড়ি PWD বাংলোয় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি পুলিসের। আগুনে ক্ষতি হয়েছে বাংলোর একাংশের। দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্ত্বে আনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রশাসনের অভিযোগ, একাজে জড়িত মোর্চা। সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা চলছে। যদিও মোর্চার তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এর আগে লোধামায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হামলা হয়। রিমবিকে পুড়িয়ে দেওয়া হয়েছে বিদ্যুত্‍ দফতরের কার্যালয়। হামলা হয় মিরিকের পঞ্চায়েত অফিস আর প্রাইমারি স্কুলে। কালিম্পংয়ের তারাখোলা বনবাংলোয় আগুন লাগানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় কালিম্পং বনবস্তির অফিসে। অশান্তির আগুনে জ্বলেছে কার্শিয়ংয়ের গয়াবাড়ি স্টেশনও। 


আরও পড়ুন, মোর্চা নেতা বিনয় তামাংয়ের বাড়িতে তল্লাসির নামে ভাঙচুরের অভিযোগ