পাহাড়ে চ্যালেঞ্জের মুখে মোর্চার একাধিপত্য
পাহাড়ে চ্যালেঞ্জের মুখে মোর্চার একাধিপত্য। বিমল গুরুংয়ের হাত থেকে মিরিক ছিনিয়ে নিল তৃণমূল। পাহাড়ের সব পুরবোর্ডেই এবার ঘাসফুলের প্রতিনিধি থাকছেন। ৩২ ওয়ার্ডের দার্জিলিং পুরসভায় ৩১টি ওয়ার্ডে জিতেছে মোর্চা। অন্য ওয়ার্ডে জিতেছে তৃণমূল।
ওয়েব ডেস্ক : পাহাড়ে চ্যালেঞ্জের মুখে মোর্চার একাধিপত্য। বিমল গুরুংয়ের হাত থেকে মিরিক ছিনিয়ে নিল তৃণমূল। পাহাড়ের সব পুরবোর্ডেই এবার ঘাসফুলের প্রতিনিধি থাকছেন। ৩২ ওয়ার্ডের দার্জিলিং পুরসভায় ৩১টি ওয়ার্ডে জিতেছে মোর্চা। অন্য ওয়ার্ডে জিতেছে তৃণমূল।
নতুন জেলা ঘোষণা হওয়ার পর প্রথম ভোট ছিল কালিম্পংয়ে। সেখানে ১৮টি আসন পেয়েছে মোর্চা। হড়কা বাহাদুর ছেত্রীর JAP দুটি আসন পেয়েছে। এখানেও দুটি আসন পেয়ে খাতা খুলেছে তৃণমূল। কার্শিয়ংয়ের ২০টি আসনের মধ্যে ১৭টি আসন দখলে রেখেছে মোর্চা। বাকি তিনটি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল।
আরও পড়ুন, পুরভোট জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর 'বিশেষ ধন্যবাদ মিরিকবাসীকে'