ওয়েব ডেস্ক: মর্নিং ওয়াকে গিয়ে খুন এক ব্যবসায়ী। মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা। প্রতিদিনের মত আজও সকালে হাঁটতে বেরিয়েছিলেন আজাদ শেখ। সেই সময় তাঁকে ঘিরে ধরে জনা কয়েক দুষ্কৃতী। ধারাল অস্ত্র দিয়ে শরীরে একাধিক আঘাত করা হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আজাদ শেখ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ীক শত্রুতা? নাকি খুনের পেছনে রয়েছে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিস।


অন্য দিকে, ঠাকুরপুকুরের রামচন্দ্রপুরে একটি আবাসিক মিশনারি স্কুলে নবম শ্রেণির ছাত্রী অপর্ণা হালদারের রহস্যমৃত্যুর পর কাউকে কিছু না জানিয়ে, দেহ সরাসরি মন্দিরবাজার এলাকায় ছাত্রীর বাড়িতে পৌঁছে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, মিশন হোস্টেলে আত্মহত্যা করেছে অপর্ণা। আবার স্কুলেরই চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবি, অসুস্থ হয়ে মারা গেছে ওই ছাত্রী। যদিও স্কুলের যুক্তি মানতে নারাজ অপর্ণার পরিবার। তাদের মতে কোনও শিক্ষকের মারেই মৃত্যু হয়েছে ছাত্রীর।