IAF Helicopter crash: বাংলায় ফিরল রাওয়াতের ব্যক্তিগত রক্ষী সতপাল রাইয়ের মরদেহ
বেঙডুবি সেনা হাসপাতালে সেনার তরফে শেষ শ্রদ্ধা...
নিজস্ব প্রতিবেদন : বাংলায় ফিরল ঘরের ছেলে সতপাল রাইয়ের মরদেহ। আজ দুপুর ১টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছয় প্রয়াত CDS বিপিন রাওয়াতের ব্যক্তিগত রক্ষী সতপাল রাইয়ের কফিনবন্দি দেহ। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় বেঙডুবি সেনা হাসপাতালে। সেখানে সেনার তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত জওয়ানকে।
তাকদায় বাড়ি সতপাল রাইয়ের। আজই তাকদায় পৌঁছবে দেহ। ইতিমধ্যেই বেঙডুবি বেস হাসপাতাল থেকে তাকদার উদ্দেশে দেহ নিয়ে রওনাও হয়ে গিয়েছে পরিবার। তবে আজই শেষকৃত্য হচ্ছে না। আগামীকাল শেষকৃত্য হবে প্রয়াত সতপাল রাইয়ের। ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে IAF-এর অত্যাধুনিক Mi 17 V5 হেলিকপ্টার। দুর্ঘটনাগ্রস্ত সেই হেলিকপ্টারে সস্ত্রীক বিপিন রাওয়াত ছাড়াও ছিলেন আরও ১২ জন সেনা অফিসার।
গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ছাড়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সকলেই। সেই দুর্ঘটনা কেড়েছে ঘরের ছেলে সতপাল রাইকেও। ঘরের ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ তাকদা। স্থানীয়রা জানালেন, আজ এলাকার সব চা-বাগান ছুটি। ঘরের ছেলেকে শেষবার দেখার অপেক্ষায় তাকদাবাসী।
আরও পড়ুন, B.1.1.529: এবার চণ্ডীগড়-অন্ধ্রে ২ জনের শরীরে মিলল Omicron, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫