নিজস্ব প্রতিবেদন: চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে গেল তিন বছরের শিশু। বাচ্চাকে বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ মায়ের। ঘটনায় গুরুতর জখম মা ও শিশু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান খুনে তিন মাসের মধ্যেই চার্জশিট পেশ


জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি স্টেশনে ট্রেন ঢোকার কিছুটা আগে বাচ্চাকে বাইরে রেখে বাথরুমে যান অনিন্দিতা পাল। খেলতে খেলতে ট্রেনের দরজা দিয়ে বাইরে পড়ে যায় তিন বছরের শিশু কন্যা আহেলি পাল। বাথরুম থেকে বেরিয়ে বাচ্চাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন অনিন্দিতা। বাচ্চাকে দেখতে না পেয়ে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন মা। গোটা ঘটনায় গুরুতর চোট পেয়েছেন শিশু কন্যার মা। চিকিত্‍সকরা জানিয়েছেন তুলনামূলকভাবে শিশুর চোট কম। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন : গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু ২ শিশু সহ তিনজনের