দেওর-বৌদির `ঘনিষ্ঠতা`তেই খুন ময়নার `বিজেপি` কর্মী!
ময়নায় `বিজেপি` কর্মী কৃষ্ণ পাত্রকে খুনের ঘটনায় স্ত্রী ও ভাইকে গ্রেফতার করল পুলিস। পুলিস সূত্রের খবর, কৃষ্ণ পাত্রের ভাই বলরাম পাত্রের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী পারুল পাত্র। দেওর-বৌদির `ঘনিষ্ঠতা`র জেরেই খুন হয়েছেন কৃষ্ণ পাত্র। এমনটাই মনে করছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন : ময়নায় 'বিজেপি' কর্মী কৃষ্ণ পাত্রকে খুনের ঘটনায় স্ত্রী ও ভাইকে গ্রেফতার করল পুলিস। পুলিস সূত্রের খবর, কৃষ্ণ পাত্রের ভাই বলরাম পাত্রের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী পারুল পাত্র। দেওর-বৌদির 'ঘনিষ্ঠতা'র জেরেই খুন হয়েছেন কৃষ্ণ পাত্র। এমনটাই মনে করছে পুলিস।
পূর্ব মেদিনীপুরের ময়নার চাঁদিবেনিয়া গ্রামে এক 'বিজেপি' কর্মী খুনের অভিযোগকে ঘিরে গতকাল চাঞ্চল্য ছড়ায়। পীরখালি ব্রিজের পাশে নয়নজুলিতে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। ময়না থানার পুলিসকে খবর দিলে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দেহের পাশ থেকে ছুরি, কাঁচি ও দড়ি উদ্ধার করে পুলিস। মৃতের গায়ে একাধিক আঘাতের চিহ্নও ছিল। এই ঘটনায় তদন্তে নেমে মৃতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিস। জানা যায়, সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন কৃষ্ণ পাত্র।
যদিও এই খুনের পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই বলে প্রথম থেকেই মনে করেছিল পুলিস। এই পরিবার কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছিল গ্রামবাসীরাও। তবে নিহত কৃষ্ণ পাত্র দলীয় কর্মী বলে দাবি করে বিজেপি। কৃষ্ণ পাত্র স্থানীয় ইট ভাটায় কাজ করতেন। এলাকাবাসীর দাবি, সোমবার রাত ৯টা পর্যন্ত বাড়ির বাইরের দালানে বসে জাল বুনছিলেন কৃষ্ণ। তারপর সকালে বাড়ির সামনেই নালায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কৃষ্ণ পাত্রকে।
আরও পড়ুন, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পলাতক অভিযুক্ত গৃহ শিক্ষক
Bowbazar: ২০১৯-র দুঃস্বপ্ন পেরিয়ে এসে ফের ঘরছাড়া বউবাজারের বহু বাসিন্দা, জমছে চাপা ক্ষোভ