অঞ্জন রায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ২০টির বেশি আসন পেতে দেব না তৃণমূলকে। শনিবার বিজেপির রাজ্য কমিটির বৈঠকে এই ভাষাতেই দলীয় কর্মীদের বার্তা দিলেন মুকুল রায়। সঙ্গে দলীয় কর্মীদের মুকুলের পরামর্শ, ভোটে ভাল ফল করতে গেলে ময়দানে নামতে হবে এখন থেকেই। 


শনিবার ছিল বিজেপির রাজ্য কার্যকারিনীর বৈঠক। সেই বৈঠকে বক্তব্য রাখেন মুকুল রায়। আর সেখানেই তৃণমূলের লাগাতার জয়ের রহস্য ফাঁস করেন মুকুল। বলেন, তৃণমূলকে লোকসভা নির্বাচনে ২০-র কমে থামাবো। সেজন্য সক্রিয় হতে হবে আমাদের কর্মীদের। 


মুকুলের দাবি, তৃণমূলের জয়ের রহস্য তাদের ভোট করানোর পদ্ধতি। প্রতিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ১ ঘণ্টার মধ্যে নিজেদের ৩০-৪০ জন ভোটারকে দিয়ে ভোট দিইয়ে নেয় তৃণমূল। এখানেই বাকিদের থেকে এগিয়ে যায় তারা। 


ভোটে ভাল ফল করতে বিজেপিকেও একই পথে হাঁটতে হবে বলে জানান মুকুল রায়। তিনি বলেন, আমাদের কর্মীদের প্রতিটি বুথের প্রতিটি ভোটারকে চিনতে হবে। নিজেদের ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করতে হবে কর্মীদেরই। 


মুকুল রায় বলেন, পঞ্চায়েত নির্বাচনে মাটি কামড়ে পড়ে থেকে পুরুলিয়া-সহ রাজ্যের একাধিক জেলায় পদ্ম ফুটিয়েছেন বিজেপি কর্মীরা। লোকসভা নির্বাচনে তাঁরা আরও কঠিন লড়াই করবেন বলে আশা প্রকাশ করেন মুকুল রায়।