নিজস্ব প্রতিবেদন: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ করলেন মুকুল রায়। অনুব্রতর নাম না করে বীরভূমের রাজনগরের মাঠের সভায় বিজেপি নেতার অভিযোগ, বীরভূমে একটি রাইস মিল থেকেই চাল কেনে প্রশাসন।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাম না করে মুকুল রায় বলেন, ''ভোলে বোম রাইস মিলের মালিক কে? ওই রাইস মিল থেকে ২০১৬-১৭ সালে আর্থিক বছরে অন্ত্যোদয় যোজনার আওতায় ৯ হাজার ১৩ কুইন্টাল ১৮,০২৭ বস্তা চাল কিনেছে প্রশাসন। কেন একটি মাত্র রাইস মিল থেকে চাল কেনা হল? বোলপুর মৌজা কালিকাপুর, গয়েশপুর ও ঘোস কদমপুরে ২০১৪ থেকে ২০১৬ মধ্যে ৪২৫ কাঠা জমির মালিক কে?''   


আরও পড়ুন- বিশ্ব বাংলার অনুমোদন নয়, লোগোর স্বীকৃতি দিয়েছে কেন্দ্র: মুকুল


মুকুলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, ওই জমি ২০০২ সালে কেনা।