ওয়েব ডেস্ক: অপেক্ষা করতে হল না বেশি। তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হল মুকুল রায়ের ভবিষ্যত্ কর্মসূচি। সূত্রের খবর, চলতি মাসের শেষ সপ্তাহে বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবারই দিল্লিতে উপরাষ্ট্রপতির কাছে সাংসদ পদে ইস্তফাপত্র জমা দিয়েছেন মুকুল। এর পর সাংবাদিক বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানান মুকুল। তোপ দাগেন পুরনো দলের বিরুদ্ধে। তার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায়, বিজেপিতেই যাচ্ছেন মুকুল। 


আরও পড়ুন- ঋতব্রতর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ তরুণীর


সূত্রের খবর, বিজেপির শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠকের পর বিজেপিতে যোগদান নিশ্চিত করে ফেলেছেন মুকুল রায়। তার আগে বেলুড় মঠে সস্ত্রীক দীক্ষা নেবেন তিনি। তার পর সম্ভবত ২৩ বা ২৪ অক্টোবর যোগ দেবেন বিজেপিতে। গেরুয়া ব্রিগেডের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের প্রাক্তন সৈনিক। 


আরও পড়ুন - ধর্ষণের অভিযোগের তদন্তে নেমে ঋতব্রতকে সমন পাঠাল সিআইডি