Municipal Election: `কেন কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলাম বুঝতে পারছেন! পুলিস তৃণমূল ক্যাডারের মতো কাজ করছে`
পুলিসের গাড়িতে তৃণমূলের স্টিকার দেখা যাচ্ছে। এসব হওয়ারই ছিল
নিজস্ব প্রতিবেদন: কোথাও বহিরাগত-র ভোট দেওয়ার অভিযোগ, কোথাও দুই প্রার্থীর মধ্য়ে হাতাহাতি, কোথাও মাথা ফাটল বিজেপি প্রার্থীর। রাজ্যের ৪ পুরভোট নিগমের ভোটে বিক্ষিপ্তভাবে অশান্তি বেশি হয়েছে আসানসোল ও বিধাননগরে। এনিয়ে সরব বলেন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি ফের কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করলেন বিজেপির সর্বভারতীয় নেতা।
শনিবার শিলিগুড়িতে(Siliguri) বহিরাগত ভোটারের ভোট দেওয়া নিয়ে সরব হলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, এরাজ্যে নির্বাচনের সময় বারবার আমরা কেন্দ্রীয় বাহিনী(Central Force) চেয়েছি। কারণ চেয়েছিলাম যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন। কিন্তু সকাল থেকেই দেখা গিয়েছে ভুয়ো ভোটার ধরা পড়েছে। আমাদের প্রতিনিধি, সংবাদমাধ্যম তাড়া করে ফলস ভোটার ধরেছে। পুলিসের দেখা নেই। এই জন্যই বলেছিলাম, রাজ্য পুলিস থাকলে ভোট হবে না। পুলিস টিএমসি(TMC) ক্যাডারদের মতো কাজ করছে। এই ভোট মোটেই শান্তিপূর্ণ নয়। আমাদের কর্মীদের আটাকানো, ভয় দেখানো সবই চলছে।
আরও পড়ুন-'বিধানসভার অধিবেশন Prorogue', টুইট রাজ্যপালের
কেন্দ্রীয় বাহিনী নিয়ে দিলীপ ঘোষ বলেন, এই পুরভোটে সব জায়গায় একটা জিনিস দেখা গিয়েছে। সেটি হল, মনোনয়ন জমা দিতেই দেওয়া হয়নি বিজেপি প্রার্থীদের। বহু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে শাসকদল। এখন ভোটে পুলিসের সামনেই লাঠি চালিয়ে দিচ্ছে। পুলিসের গাড়িতে তৃণমূলের স্টিকার দেখা যাচ্ছে। এসব হওয়ারই ছিল।