নিজস্ব প্রতিবেদন: আসানসোল ও বিধাননগরে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হল রাজ্যের ৪ পুরভোটে ভোটগ্রহণ। আসানসোলে জিতেন্দ্র তিওয়ারি স্ত্রীকে বাধা দেওয়ার অভিযোগ উঠল। ভোট দিতে পারলেন না অগ্নিমিত্রা পাল। এছাড়াও কোথাও বোমা, কোথাও গুলি চলার অভিযোগ উঠল। এনিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার নন্দীগ্রামের দলের সমর্থক রাজ গিরি ও আশিস দাসের বাড়ি গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন শুভেন্দু(Suvendu Adhikari)। সেখান থেকে বেরিয়ে এসে শুভেন্দু বলেন, পুরভাটে যেভাবে ভোট লুট হয়েছে সেভাবে কাশ্মীরের পুরভোটেও হয় না। এই সরকার পুরটাই ভুয়ো। মানুষের উপরে এরা বিশ্বাস করে না। বিজেপি প্রার্থী-কর্মীরা মাঠে না থাকাতেই মানুষ এই বর্বরতা, নৃসংশতা দেখল সাধারণ মানুষ। 


আরও পড়ুন-IPL 2022 Auction Live:পাহাড় সমান ১৪ কোটি টাকায় ফের CSK-তে ফিরলেন Deepak Chahar


রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করে শুভেন্দু বলেন, রাজ্য নির্বাচন কমিশন দলদাসে পরিণত হয়েছে।  গোটা রাজ্যের মানুষ তা দেখল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটা ক্লাবের নির্বাচনও যে সুষ্ঠুভাবে করা যায় না তা আরও একবার প্রমাণ হল। এই সরকার মানুষের সরকার নয়। এভাবে এই দল যত চলবে ততই ২০২৪ এর নির্বাচনে সাফ হবে। আমরা সব আসনেই লড়াই করব। এদের যে রাজনৈতিক নগ্নতা রাজ্যের মনুষ দেখল তা দেশের মানুষ দেখুক। কাস্মীরের পুর নির্বাচনেও এভাবে ভোটলুট হয় না। আসানসোলের এক প্রার্থী মধুবাবুকে অপহরণ করা হয়েছে। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)