ওয়েব ডেস্ক: ষোল আসনের পূজালি পুরসভা দখলে রাখল তৃণমূল কংগ্রেস। ষোলটির মধ্যে এগারোটি আসনেই জিতে গেল ঘাসফুল শিবির। দুটি করে আসন পেয়েছে বিজেপি আর কংগ্রেস। নির্দল প্রার্থী একটি আসন পেয়েছে। জয়ের অঙ্ক যাই হোক না কেন, ভোটের অঙ্কে বাম কংগ্রেকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। দক্ষিণবঙ্গের রাজনীতিতে যা যথেষ্ট গুরুত্বপূর্ণ।



২০ বছর আগে পঞ্চায়েত থেকে পুরসভা হয় পূজালি। প্রথম থেকেই পুজালি পুরসভা ছিল কংগ্রেসের দখলে। গতবারও তাঁরাই ভোটে জেতেন। ২০১৩ সালের শেষ দিকে মুকুল রায়ের হাত ধরে রং বদলে ফেলে পূজালি। কংগ্রেস কাউন্সিলররা তৃণমূলে যোগ দেওয়ায়, পুরসভা যায় তৃণমূলের দখলে। (আরও পড়ুন- রং বদলালেন রফিকুল, জোটের টিকিটে জিতে ২ মিনিটেই যোগ দিলেন তৃণমূলে )