ধূপগুড়ি: প্রত্যাশা ছিলই, সেই মতো ধূপগুড়ি পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। তবে বাকি বিরোধীদের নিশ্চিহ্ন করে দিয়ে জোর লড়াই দিয়েছে বিজেপিও। ধূপগুড়ি পুরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় তৃণমূলের। ১৬টি ওয়ার্ডের মধ্যে ১২টি-তেই জয়ী হল শাসক দল। বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষণের আগে এক নজরে দেখে নিন ধূপগুড়ি পুরসভার ফল- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যে যে ও‌য়ার্ডে তৃণমূল জয়ী: 


২ নম্বর ওয়ার্ডে জয়ী ভারতী বর্মন


৩ নম্বর ওয়ার্ডে জয়ী অশোক বর্মন


৪ নম্বর ওয়ার্ডে জয়ী গৌতম বসাক


৫ নম্বর ওয়ার্ডে ববিতা রায়


৬ নম্বর ওয়ার্ডে বিপ্লব ঘোষ


৭ নম্বর ওয়ার্ডে শৈলেন রায়


৯ নম্বর ওয়ার্ডে নমিতা রায়


১০ নম্বর ওয়ার্ডে অরূপ দে


১১ নম্বর ওয়ার্ডে অর্পিতা ঘোষ


১২ নম্বর ওয়ার্ডে মুনমুন বোস


১৩ নম্বর ওয়ার্ডে শ্রীজাতা সরকার


১৪ নম্বর ওয়ার্ডে রাজেশ সিং



য‌ে যে ওয়ার্ডে বিজেপি জয়ী: 


১ নম্বর ওয়ার্ডে জয়ন্তি রায়


৮ নম্বর ওয়ার্ডে কৃষ্ণ রায়


১৫ নম্বর ওয়ার্ডে গোপাল সরকার


১৬ নম্বর ওয়ার্ডে সরস্বতী রায়


জি নিউজ সূত্রের খবর অনুযায়ী ধূপগুড়ি পুরসভার মোট ১৬টি আসনের মধ্যে ১২ টিতে জয়ী তৃণমূল, ৪ টিতে বিজেপি। উল্লেখ্য ধূপগুড়ি ও বুনিয়াদপুরেও খাতা খুলল বিজেপি। বিরোধীদের একেবারে ধূলিস্যাৎ করে দিয়ে আগামী বছরের পঞ্চায়েত ভোটের আগে গা গরম করে নিল রাজ্যের শাসক দল। তবে বলাই বাহুল্য, বিজেপি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, তাতে শাসক দলের চিন্তা বাড়লেও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বাকি বিরোধীরা। বাম-কংগ্রেস খড়কুটোও মতো উড়ে গিয়েছে।