দীর্ঘদিন বাড়ছে না বেতন, চলছে বেনিয়মও, বর্ধমানে বিক্ষোভ পুরসভার কর্মীদের
এ বিষয়ে তাঁরা সাফ জানিয়েছেন গোটা বিষয়টির মিমাংসা না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না তাঁরা। যদিও পৌরসভার পক্ষ থেকে নিয়মবহির্ভূত বেতন বৃদ্ধি নিয়ে কোনও সদুত্তর মেলেনি।
নিজস্ব প্রতিবেদন: এবার ভোট পরবর্তী অশান্তির আঁচ বর্ধমানেও। বেতন বৃদ্ধির দাবীতে বিক্ষোভ দেখালেন পৌরসভার প্রায় হাজারখানেক কর্মী। বিক্ষোকারীদের অভিযোগ, ৬ মাস আগে মাত্র পৌরসভার ১৩ জন অস্থায়ী কর্মী পৌর কর্মীর বেতন দু'হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়। গোটা বিষয়টিই গোপন রাখা হয় অন্যান্য কর্মীদের থেকে।
আরও পড়ুন: দলনেত্রী মমতার সঙ্গেই আছেন, দলবদলের জল্পনা উড়িয়ে ঘোষণা তৃণমূলের শীলভদ্রর
উল্লেখ্য গত ৬ মাস আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্ধমান পৌরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়। বর্তমানে পৌরসভা পরিচালনার দায়িত্বে রয়েছে প্রশাসকই। ক্ষুব্ধ অস্থায়ী কর্মীরা কাজও বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে তাঁরা সাফ জানিয়েছেন গোটা বিষয়টির মিমাংসা না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না তাঁরা। যদিও পৌরসভার পক্ষ থেকে নিয়মবহির্ভূত বেতন বৃদ্ধি নিয়ে কোনও সদুত্তর মেলেনি।
সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তারা।