নিজস্ব প্রতিবেদন: খুনের ঘটনায় রাজসাক্ষী হওয়ায় খুন যুবক। সোমবার রাতে ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার রামকৃষ্ণপুর পঞ্চায়েতের ইটবাড়ি গ্রামের। নিহত যুবকের আব্দুল গফ্ফর পুরকাইত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিহত যুবকের পরিবারের অভিযোগ, ৬ মাস আগে খুন হয় নিহত যুবকের কাকার ছেলে। সেই ঘটনায় ৫ জন অভিযুক্ত ছিল। যাদের মধ্যে আবদুল গফ্ফর পুরকাইতের নামেও অভিযোগ দায়ের হয়েছিল। সোমবার জামিন পায় অভিযুক্তরা। ৬ মাস আগের ওই  খুনের ঘটনায় রাজসাক্ষী হতে চেয়েছিলেন আবদুল গফ্ফর পুরকাইত। অভিযোগ, বাকি অভিযুক্তরা গতকাল রাতে আবদুল গফফর পুরকাইতকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। রাকিব সর্দার,রাজু মোল্লা,রফিকুল মোল্লা,খয়রুল আনম মোল্লার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। রাকিব সর্দারের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। 


আরও পড়ুন: করোনা-আবহেই একটু একটু করে তৈরি হয়ে উঠল আদিবাসী জীবননির্ভর 'নিষাদ'


আরও পড়ুন: মাল ব্লকের শিরুবাড়ি এলাকায় ধস, বন্ধ রাস্তা


রক্তাক্ত অবস্থায় আবদুল গফফরকে পড়ে থাকতে দেখেন রাকিব সর্দারের বাবা জাহাঙ্গির সর্দার। তিনি চিৎকার করলে পাড়ার লোকেরা ছুটে আসেন। ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে মৃত গফফরের দেহ উদ্ধার করে কুলপি থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে থমথমে গোটা এলাকা। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই।