নিজস্ব প্রতিবেদন : এবার বিদ্রোহী মুর্শিদাবাদের ৬ বিজেপি কাউন্সিলর। বাইরের জেলা থেকে লোক ভাড়া করে এনে দলীয় কর্মসূচি পালন করছেন  বিজেপি দক্ষিণ সাংগঠনিক মুর্শিদাবাদ জেলার বর্তমান সভাপতি। এদিকে রাজ্য সভাপতির একাধিক কর্মসূচিতে তাঁদের ডাকা হয়নি! এই অভিযোগে এবার তোপ দাগলেন মুর্শিদাবাদ পৌর মন্ডলের ৬ জন বিক্ষুব্ধ কাউন্সিলর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলীয় কর্মসূচিতে সোমবার বহরমপুরে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বহরমপুরে ডি এম অফিসে ডেপুটেশন কর্মসূচি রয়েছে তাঁর। তার আগে লালবাগে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। রাজ্য সভাপতির কর্মসূচি ঘিরেই বিক্ষুব্ধরা বিদ্রোহ ঘোষণা করলেন জেলা সভাপতির বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, রাজ্য সভাপতির একাধিক কর্মসূচি বিষয়ে কিছুই জানানো হয়নি তাঁদের। বিধায়কের কোনও সূচি জানানো হয়নি। ডাকা হয়নি কাউন্সিলরদের।


যদিও ৬ কাউন্সিলরের অনুপস্থিতির কারণ নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য জানান, জেলা সভাপতি বলতে পারবেন এই বিষয়ে। তাঁরা হয়তো অন্য কোনও কাজে ব্যস্ত আছেন। গোটা ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।


আরও পড়ুন, মমতা ডাকলে বৈঠকে যাবেন, সামিল হবেন কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় : Arjun Singh


প্রাইমারি শিক্ষকের চাকরি দেওয়ার নামে ৭ লাখ হাতানোর অভিযোগ TMC নেতার বিরুদ্ধে


Suvendu Adhikari: নন্দীগ্রাম BJP-তে বিদ্রোহ? হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু অধিকারী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)