নিজস্ব প্রতিবেদন: শীতের ভোরে প্রকাশ্যে শৌচকর্ম রুখতে ময়দানে নামলেন স্বয়ং জেলাশাসক। শুক্রবার সকালে মুর্শিদাবাদের রানিনগরের ইসলামপুরে ভৈরব নদীর চরে জেলাশাসককে দেখা গেল টর্চ হাতে। 
মুর্শিদাবাদ জেলাকে প্রকাশ্যে শৌচমুক্ত করতে কোমর বেঁধে নেমেছে জেলা প্রশাসন। তবে জেলার প্রত্যন্ত কিছু এলাকায় রোখা যায়নি সেই প্রবণতা। এখনো চলছে প্রকাশ্যে শৌচ। এই পরিস্থিতিতে স্থানীয়দের ভিতর সচেতনতা বাড়াতে নিজেই উদ্যোগী হলেন জেলাশাসক পি উলগানাথন। শুক্রবার ভোরে তাঁকে দেখা গেল ভৈরব নদীর চরে টর্চ হাতে। 


আরও পড়ুন - রাজস্থানে বাস দুর্ঘটনায় মৃত ২৫, আহত বহু
ঘন কুয়াশায় দেখা যায় না কিছু। তার মধ্যেই টর্চ হাতে পাহারা দিচ্ছেন এক ব্যক্তি। প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও পরে পরিচয় পেয়ে থতমত খেয়ে যান অনেকে। গ্রামে ঢুকে স্থানীয়দের শৌচাগার তৈরির প্রয়োজনীয়তা বুঝিয়ে বলেন তিনি। শৌচাগারহীন পরিবারগুলিকে প্রশাসনের সাহায্যে অবিলম্বে শৌচাগার তৈরি ও ব্যবহারের অনুরোধ করেন। 
জেলাশাসকের অনুরোধ ফেলতে পারেননি কেউই। শৌচাগার তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকেই।