নিজস্ব প্রতিবেদন : এনআরসি নিয়ে গুজব ছড়াতেই সরকারি দফতরগুলিতে নথি সংশোধনের জন্য ভিড় জমাচ্ছে মানুষ। আর তাতে নাজেহাল হচ্ছেন কর্মীরা। এদিকে, এর মধ্যেই মুর্শিদাবাদের ডোমকলে আত্মঘাতী হয়েছেন এক যুবক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, মিলন মণ্ডল নামে ওই যুবক ডোমকলের শিবনগর গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে কেরলে ছিলেন তিনি। কয়েকদিন আগে বাড়ি ফেরেন। আর বাড়ি ফিরেই বিভিন্ন নথিপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মিলন।


এরপর সোমবার সব নথিপত্র নিয়ে যাচাইয়ের উদ্দেশে গ্রামের একটি সাইবার ক্যাফেতে যান মিলন। বাড়ির লোকেরা বলছেন, সেখান থেকে মনমরা হয়ে ফিরে আসেন তিনি। তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর বাড়ির বারান্দায় আত্মঘাতী হন মিলন। যদিও ক্যাফে মালিকের দাবি, তাঁর সব কাগজপত্র ঠিকঠাক আছে বলেই মিলন মণ্ডলকে জানানো হয়েছিল। আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


আরও পড়ুন, এনআরসি গুজবে সরকারি দফতরে নথি সংশোধনের ভিড়, নাজেহাল কর্মীরা


এই ঘটনায় ডোমকলের বিডিও জানিয়েছেন, ঘটনার কথা তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখছেন। প্রসঙ্গত, মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক অফিসে খাদ্যসাথী প্রকল্পে নাম সংযুক্তিকরণ, রেশন কার্ড সংশোধন সহ নানা কাজ চলছে। এরসাথে এনআরসি-র কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।