জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে কাজি নজরুল ইসলামের শ্যামাসঙ্গীতে মজলেন সকলে। মঙ্গলবার বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) এই সংগীতসন্ধ্যার আয়োজন করে। বাংলাদেশের শিল্পসংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা এতে যোগ দেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Russia: এবার তৈরি হচ্ছে 'মিনিস্ট্রি অব সেক্স'! সরকার কী কাজ করবে এই দফতরের মাধ্যমে?...


সকলেই জানে, কাজি নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। দুই বাংলাতেই তিনি সমান জনপ্রিয়। মা কালীকে নিয়ে তাঁর অজস্র গান রয়েছে। সারা জীবন ধরে তিনি অনেক ভক্তিমূলক গান রচনা করেছেন। তাঁর সেই শ্যামাসঙ্গীতে আজও মুগ্ধ হন শ্রোতারা।


এই অনুষ্ঠানে নজরুলের কবিতা পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সী। নজরুলের শ্যামাসঙ্গীত পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও বিজনচন্দ্র মিস্ত্রি। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, কবি নজরুলের সৃষ্টিকর্ম ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য। তা আমাদের দুই দেশের নাগরিকদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে ও সাংস্কৃতিক সংযোগ ও আদানপ্রদানের এক অনন্য পরিসর দেয়।


প্রসহ্গত, গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ছাড়েন দেশও। ওদিকে হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার অভিযোগ ওঠে। হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে তাই বারবার সরব হয়েছে ভারত। 


আরও পড়ুন: Two Vande Bharat Expresses: অন্ধকারে জোড়া বিপদ! দু'টি ভিন্ন রুটের 'বন্দে ভারতে' ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা...


আর ঠিক এই অশান্ত সময়েই এল নজরুলের শ্যামাসঙ্গীতকে কেন্দ্র করে রচিত এমন এক সন্ধ্যা। সম্প্রীতির সন্ধ্যা, ভক্তির সন্ধ্যা, নিবেদনের সন্ধ্যা। খুব স্বাভাবিক ভাবেই এমন একটি সঙ্গীতানুষ্ঠান সম্প্রীতির জরুরি বার্তাটা দিয়ে গেল।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)