টার্গেট একুশের বিধানসভা ভোট, `আমার গর্ব মমতা`-র প্রচারে ময়দানে ফের তৃণমূল
ঠিক কী করা হবে এই কর্মসূচিতে?
নিজস্ব প্রতিবেদন: ফোনের ওপারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। "দিদিকে বলো" এক ফোনে মুস্কিল আসান। এবার ফের নয়া কর্মসূচি নিয়ে চালু হচ্ছে 'আমার গর্ব মমতা'। ইতিমধ্যেই অন লাইনে এই নামে প্রচার কর্মসূচি আগেই চালু রয়েছে। সাইবার দুনিয়ার থেকে সেই কর্মসূচি এবার পথে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: 'ফিরে এসে শুটিং শুরু করব', শেষ ফোনে চন্দননগরের বাল্যবন্ধুকে বলেছিলেন তাপস
ঠিক কী করা হবে এই কর্মসূচিতে? তৃণমূল বিধায়করা গ্রামে, ব্লকে ব্লকে যাবেন।মানুষকে সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানাবেন। সরকারি প্রকল্পে মানুষ কী সুবিধা পাচ্ছেন বা পেতে পারেন তা জানাবেন
তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করছেন, ক্ষমতায় আসার পর প্রান্তিক মানুষদের জন্য একাধিক সামাজিক প্রকল্প চালু করেছে রাজ্য। কিন্তু, প্রচারের অভাবে সেইসব প্রকল্পের কথা অনেক সময় অজানা থেকে যায়। ভুল বোঝাতে তাকেই অস্ত্র বানায় বিরোধীরা। বিধানসভা ভোটের আগে সেই ফাঁক মেরামত করতে মমতা আমার গর্ব কর্মসূচি হাতিয়ার তৃণমূলের।
আরও পড়ুন: আজ থেকে শুরু হল মাধ্যমিক, নিরাপত্তা খতিয়ে দেখতে পরীক্ষা কেন্দ্রে নগরপাল
মার্চের শুরু থেকে নতুন কর্মসূচি নিয়ে ময়দানে নামবেন বিধায়করা। কে কতগুলি গ্রাম , শহর ব্লকে যাবেন বেধে দেওয়া হবে টার্গেট। তৃণমূলের যুক্তি, এতে একদিকে যেমন বিধায়কদের ব্যক্তিগত জনসংযোগ বাড়বে, তেমনই তার ফায়দা পাবে দল।