নিজস্ব প্রতিবেদন : আজ নববর্ষ। ১৪২৪-কে বিদায় জানিয়ে ১৪২৫-কে আবাহনের পালা। নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দে মাতোয়ারা আপামর বাঙালি। বর্ধমানের আসানসোলেও ছবিটা ভিন্ন নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, নববর্ষের সকালে দক্ষিণেশ্বর মন্দিরে 'কেঁদে ভাসালেন' তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি


এদিন সকালে আসানসোল শহরের রাস্তায় প্রভাত ফেরির আয়োজন করা হয়। নাচ-গানের মাধ্যমে চলে বর্ষবরণ। ধাদকা প্রয়াস কালচারাল ফোরামের পক্ষ থেকে এই প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল।


আরও পড়ুন, নববর্ষের সকালে উত্সবে মাতোয়ারা বাংলা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী


লাল পাড় সাদা শাড়িতে সেজে একদল খুদে নেচে-গেয়ে রঙিন করে তোলে নববর্ষের সকালকে। রাস্তার বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে পড়েন লোকজন। নববর্ষের সুরে গলা মেলান তাঁরাও। পাশাপাশি এদিন আসানসোল রবীন্দ্রভবনে শহরের সাহিত্যপ্রেমী মানুষদের পক্ষ থেকে এক মনোজ্ঞ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।


উল্লেখ্য, প্রায় মাসখানেক আগে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল আসানসোলে। তা আয়ত্তে আনতে বেশ বেগ পেতে হয়েছিল প্রশাসনকে।