নববর্ষের সকালে দক্ষিণেশ্বর মন্দিরে 'কেঁদে ভাসালেন' তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
নববর্ষে 'মা'-এর কাছে 'মানুষকে ভালো রাখার' প্রার্থনা জানান তিনি।
![নববর্ষের সকালে দক্ষিণেশ্বর মন্দিরে 'কেঁদে ভাসালেন' তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি নববর্ষের সকালে দক্ষিণেশ্বর মন্দিরে 'কেঁদে ভাসালেন' তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/15/117422-kalyancrying.jpg)
নিজস্ব প্রতিবেদন : মানুষ তাঁকে দুঁদে আইনজীবী তথা সাংসদ হিসেবেই চেনে। আদালত কক্ষে দাঁড়িয়ে যুক্তি-তর্কের মাধ্যমে সওয়াল জবাব করতেই তাঁকে বেশি দেখা যায়। বর্ষীয়ান আইনজীবী তথা সাংসদ সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নববর্ষের সকালে দেখা গেল সম্পূর্ণ অন্য চেহারায়। নববর্ষের সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে 'কেঁদে ভাসালেন' কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণীর পুজো দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন সাংসদ। ভবতারিণীর সামনে তাঁকে করজোড়ে 'মা', 'মা' বলে শক্তি প্রার্থনা করতে দেখা যায়। দুঁদে আইনজীবীর দু'চোখে তখন অশ্রুধারা।
আরও পড়ুন, পিছলো আপিলের শুনানি, ঘোর অন্ধকারে পঞ্চায়েত নির্বাচন
পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি মা কালীর একজন ভক্ত। তাঁর সমস্ত শক্তির উত্স এই তারা মা। তাঁকে লড়াই করার ক্ষমতা জোগান তিনি। তাই বছরের প্রথম দিনে ভবতারিণীকে প্রণাম জানিয়ে তাঁর থেকে আর্শীবাদ চাইতে এসেছিলেন। তিনি আরও বলেন, নববর্ষে 'মা'-এর কাছে 'মানুষকে ভালো রাখার' প্রার্থনা জানান তিনি।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোট নিয়ে বিপাকে সরকারপক্ষ। পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। আইনি লড়াইয়ে এখন অন্ধকারে পঞ্চায়েতের ভবিষ্যত। ডিভিশন বেঞ্চে গ্রাহ্য হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্জি। ফলে পঞ্চায়েত মামলায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে এদিন ভবতারিণী মায়ের কাছে দুঁদে আইনজীবীর 'শক্তিপ্রার্থনা' বেশ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।