নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের প্রস্তাব ফিরিয়ে দিল রাজ্য। নবান্ন সাফ জানাল, রানিগঞ্জে কোনও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। আইন-শৃঙ্খলার পরিস্থিতি সামলাতে রাজ্য পুলিসই যথেষ্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, মঙ্গলবার রাতে রানিগঞ্জ-আসানসোলের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন বাবুল সুপ্রিয়। রাজ্য প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী।


আরও পড়ুন, আসানসোলে ফের নতুন করে সংঘর্ষ, গুরুতর জখম পুলিসকর্মী


এরপরই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যোগাযোগ করা হয় রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে। রানিগঞ্জের পরিস্থিতি জানতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্র। একইসঙ্গে জানানো হয়, রাজ্য চাইলে রানিগঞ্জে আধাসেনা নামাতে প্রস্তুত কেন্দ্র।


সেই প্রস্তাবই সাফ নাকচ করে দিল নবান্ন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিস তত্পর ও যথেষ্ট বলে জানানো হয়েছে নবান্নের তরফে।


আরও পড়ুন, গভীর রাতে রানিগঞ্জ নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিলেন বাবুল, কী লিখলেন তাতে?


এদিকে, মঙ্গলবারের পর বুধবার ফের নতুন করে অশান্তি ছড়ায় আসানসোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক পুলিসকর্মী। আইজি পদমর্যাদার অফিসারদের নেতৃত্বে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিসবাহিনী।