নিজস্ব প্রতিবেদন:  লকডাউন যাতে সর্বোতভাবে মানা হয়, তাই এবার গ্রাম পাহারায় বীরভূমের নানুরের তৃনমূল নেতা কাজল সেখ।।  পাপড়ি গ্রামে কড়া নজরদারি রেখেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বার বার রাজনৌতিক উত্তেজনার কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে নানুরের নাম।।  যেখানে বোমাবাজি, গুলি চালানোর মতো ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছিল।  আর এই সঙ্কটময় সময়ে সত্যিই সঠিক রাস্তা দেখাচ্ছে নানুরই।



করোনায় রাজ্যে মৃতের সংখ্যা ও পরীক্ষা নিয়ে সরকারের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট হল না হাইকোর্ট


গ্রাম পাহাড়ায় খোদ তৃনমূল নেতা কাজল সেখ।  গ্রামের মোড়ে চেয়ারে বসে রয়েছেন তিনি। গ্রামের সামনে লাগানো বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞার পোস্টার।  শুধু তাই নয়,  গ্রামে জারি হয়েছে নির্দেশিকা,  যাঁরা বাড়িতেই থাকবেন তাঁদের বিনামূল্যেই পৌঁছে দেওয়া হচ্ছে নিত্যদিনের সমস্ত ধরনের খাবার।
 এছাড়াও,  গ্রামে প্রবেশের সময়ে সেনিটাইজার দিয়ে পরিস্কার করে দেওয়া হচ্ছে হাত। বলে যেতে হচ্ছে কী কারণে বাড়ি থেকে বেরিয়েছেন।


গ্রামের নেতা কাজল সেখ বলেন,  "আমরা চাই আমাদের গ্রাম করোনামুক্ত থাকুক। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আমরা  বলে দিয়েছি গ্রামে বাড়িতে থাকলেই সমস্ত খাবার পাওয়া যাবে।" আর এই উদ্যোগে সাড়াও দিয়েছেন গ্রামের সাধারন মানুষ।