Narendranath Chakraborty Viral Video: তৃণমূল বিধায়কের `চমকানো`র হুমকি! গ্রেফতারির দাবিতে সিপিকে চিঠি, কমিশনে নালিশ বিজেপির
বিতর্কের মাঝে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর দাবি, `পুরনো ভিডিও, হাওয়া গরম করতেই একাজ করেছে বিজেপি।`
নিজস্ব প্রতিবেদন : দলীয় কর্মিসভায় বিজেপিকে (BJP) হুমকি। তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) মন্তব্য ঘিরে দেখা দিয়েছে জোর বিতর্ক। ইতিমধ্যেই ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে চাপানউতোর। এঘটনায় এফআইআর দায়ের ও তৃণমূল (TMC) বিধায়ককে গ্রেফতারির দাবিতে আসানসোলের পুলিস কমিশনারকে চিঠি দিল বঙ্গ বিজেপি। পাশাপাশি, নির্বাচন কমিশনেও তৃণমূল বিধায়কের নামে নালিশ জানাল বিজেপি। (ভিডিওর সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা।)
আসানসোল উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রঘ্ন সিনহার সমর্থনে দলীয় কর্মিসভা। সেখানে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) বিরুদ্ধে। তাঁকে বলতে শোনা যায়, "যাঁরা কট্টর বিজেপি, তাঁদের চমকাতে হবে।" অভিযোগ, লাউদোহা ব্লকে এক কর্মী বৈঠকে বিজেপি-র (BJP) কর্মী-সমর্থকদের উদ্দেশে খোলাখুলি তিনি ওই হুমকি দেন। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। এদিকে তাঁর এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক দেখা দিয়েছে। ভাইরাল ভিডিও ঘিরে ভোটের আসানসোল যে এখন সরগরম তা বলাই বাহুল্য।
আসানসোলের পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) বিতর্কিত ভিডিও নিয়ে টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, "তৃণমূলের পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীকে বিজেপি ভোটার এবং সমর্থকদের প্রকাশ্যে হুমকি দিতে দেখা যাচ্ছে। তাদের বাইরে এসে ভোট না দিতে বলা হচ্ছে। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে বলা হচ্ছে। এই ধরনের অপরাধীদের কারাগারে থাকা উচিত কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পৃষ্ঠপোষকতা করেন। ECI অবশ্যই নজর দেবে।" তৃণমূল বিধায়কের 'অতীত' টেনে তাঁকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
এখন বিতর্কের মাঝে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর দাবি, "পুরনো ভিডিও, হাওয়া গরম করতেই একাজ করেছে বিজেপি।" অভিযোগ উড়িয়ে পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর হুঁশিয়ারি, "বিজেপির লোকেরা ভোট দেওয়ার সুযোগ পেলে তাঁরা হারবেন, বুঝেছেন বিধায়ক।"
আরও পড়ুন, Mamata in Darjeeling: 'মানুষ কি বিজেপি খাবে!', মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার
Mamata Banerjee: 'বিজেপির হাতে আক্রান্ত গণতন্ত্র', বিরোধী মুখ্যমন্ত্রীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার