তথাগত চক্রবর্তী: বাড়িতে একাকী বৃদ্ধের গলার ছুরি ঠেকিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটল নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লীতে ৷ বাড়ির গাড়ি চালকের পরিকল্পনাতেই ডাকাতির এই ছক বলে জানা গিয়েছে ৷ ঘটনায় গাড়িরচালক সহ গ্রেফতার মোট দুই ৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃদ্ধের উপস্থিত বুদ্ধির জেরে ঘটনার পরেই স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পরে এক ডাকাত। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিস। সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা ব্রিন্দাবন সিংহ রায়ের বয়স ৬৭। দিল্লীতে একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন। বাড়িতে তিনি ছাড়াও থাকেন তার স্ত্রী ও পুত্র ৷ ছেলে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ৷ এক আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে তার স্ত্রী ও ছেলে বর্ধমানে গিয়েছিলেন। বাড়ি ফাঁকাই ছিল। বাড়ির মেন গেটও খোলা ছিল।


আরও পড়ুন: Panchayat Election 2023: স্ক্রুটিনি পর্বেই জেলায় জেলায় একাধিক আসনে 'জয়ী' তৃণমূল!


নরেন্দ্রপুর থানার পুলিস সুত্রে জানা গিয়েছে দুষ্কৃতিরা পায়ে হেঁটে আসে যাতে কারোর কোনও সন্দেহ না হয় ৷ বৃন্দাবন সিংহ রায় জানান তিনি দুপুরে স্বান সেরে পুজো করছিলেন। তারপর পুজো সেরে যখন খেতে যাওয়ার তোড়জোড় করছিলেন সেই সময় আচমকা দুজন এসে তার গলায় চাকু ধরে। তাদের মুখ ঢাকা ছিল বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: Panchayet Election 2023: উত্তপ্ত ক্যানিং চোখের সামনে দেখলেন রাজ্যপাল বোস, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে করলেন বৈঠক


বৃদ্ধের হাত ও মুখ বেঁধে পুরো ঘর তছনছ করা হয়। প্রায় ৩ লক্ষ টাকার মত নগদ, একশো গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা ৷ প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে এই অপারেশন ৷


দুষ্কৃতিরা পালিয়ে যেতেই কোনও রকমে মুখের কাপড় খুলে চিৎকার শুরু করেন বৃদ্ধ। তাই শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারাই তাকে উদ্ধার করেন ৷ তারপর বৃদ্ধের কথা শুনে দুষ্কৄতিদের সন্ধানে তল্লাশি শুরু করে এলাকার কিছু যুবক।


যেহেতু তারা পায়ে হেঁটে এসেছিল তাই একজনকে ধরে ফেলে। তার নাম নাজমুল হোসেন শেখ। তার বাড়ি ক্যানিং এলাকায় বলে জানা গিয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু সোনার গয়না ৷ এছাড়া গ্রেফতার করা হয়েছে বাড়ির গাড়িচালককেও।


ধৃত দুজনকেই রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ এই ঘটনায় বাকিদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিস জেলার ডেপুটি পুলিস সুপার মোহিত মোল্লা ৷


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)