মহানন্দার ভাঙনের গ্রাসে আতঙ্কের প্রহর গুনছেন নবাবগঞ্জের মানুষ
ওয়েব ডেস্ক: জল কমেছে। কিন্তু পার ভাঙছে মহানন্দার। ভাঙনের গ্রাসে মালদার নবাবগঞ্জ। মহানন্দার গর্ভে তলিয়ে গেছে একের পর এক বাড়ি। পুজোর আগে সব হারিয়ে নিঃস্ব মানুষ।
মহানন্দার রুদ্ররূপ সদ্য দেখেছেন এলাকার মানুষ। এখন শান্ত মহানন্দা। জল সরেছে। কিন্তু নতুন করে আতঙ্ক মালদার নবাবগঞ্জ এলাকায়। আচমকা পার ভাঙছে মহানন্দার। ভাঙনের করাল গ্রাসে তলিয়ে যাচ্ছে বাড়ি ঘর, জমি সব।
ফের পণের বলি! টাকা না পেয়ে গৃহবধূকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ
চোখের সামনে নদী গর্ভে তলিয়ে গেছে বাড়িঘর। খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন নিঃস্ব মানুষগুলি। আর বাকিরা? কবে বাড়িঘর গ্রাস করবে মহানন্দা, এই আশঙ্কায় ঘুম ছুটেছে তাদের।
সেচ দফতরের মতে, জল কমছে তার জেরেই ভাঙছে নদীর দুই পার। এই হারে ভাঙন চলতে থাকলে, আশ্রয়হীন হবে প্রায় দেড় হাজার পরিবার। পুজোর আনন্দ ভুলে তাই আতঙ্কের প্রহর গুনছেন নবাবগঞ্জের মানুষ।