নিজস্ব প্রতিবেদন: দলীয় কর্মসূচিতে এখন জলপাইগুড়িতে দিলীপ ঘোষ। আজ, মঙ্গলবার পদাতিক এক্সপ্রেসে বেলা সাড়ে ১০টা নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশনে এসে পৌঁছন দিলীপ। তাঁকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন বিজেপি-র জলপাইগুড়ি জেলা সম্পাদক বাপি গোস্বামী, সাংসদ চিকিৎসক জয়ন্তকুমার রায় ও অন্য নেত্রীবৃন্দ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেখানে বিহারের রায় নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে দিলীপ বলেন, 'লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে ঠিকই কিন্তু সরকার গড়বে বিজেপি জোট'। ফল প্রসঙ্গে তিনি জানান, করোনায় বহু মানুষ কাজ হারিয়েছেন। তার একটা প্রভাব পড়েছে। এ ছাড়া  দীর্ঘদিন সরকারে থাকলে তার একটি 'নেগেটিভ ইমপ্যাক্ট' নির্বাচনের ফলের উপর পড়ে। যাই হোক, মানুষের রায় আমরা মাথা পেতে নেব।


খুব স্বাভাবিক ভাবেই বাংলা নিয়েও প্রশ্ন আসে দিলীপের কাছে। এবং তখন দিলীপকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখায়। তিনি বলে দেন, 'বিহার-নির্বাচনের ফলের প্রভাব বাংলায় পড়বে না। কারণ অতীতের বিহারের ফলের প্রভাব বাংলায় পড়েনি। আমরা ২১-এ ২০০-র বেশি আসন নিয়ে সরকার গড়ব।' 


জলপাইগুড়ি রোড স্টেশন থেকে তিনি ময়নাগুড়ি চলে যান।


আরও পড়ুন: Bihar Election Results 2020 LIVE: NDA এগিয়ে ১২৮টি আসন, মহাজোট ৯৯