নিজস্ব প্রতিবেদন: কারখানায় কর্মরত অবস্থায় মেশিনে পড়ে শ্রমিকের মৃত্যু। আজ ভোরে দুর্গাপুরে কোক ওভেন থানা এলাকার একটি কারখানায় এই ঘটনা ঘটে। ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে দেহ আটকে বিক্ষোভ দেখান অন্যান্য শ্রমিকরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন: #JusticeForDurga কুমারগঞ্জে গণধর্ষণ ও খুনের বিচার চেয়ে মিছিল রাজ্য বিজেপির


জানা গিয়েছে, রোলিং মিলে কাজ করতে করতে মেশিনে আটকে যান প্রশান্ত আকুলি নামে এক শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরেই কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন অন্যান্য শ্রমিকরা। তাঁদের অভিযোগ, এই কারখানায় কোনও সেফটি ড্রেস দেওয়া হয় না, অথচ সেফটির জন্য নিয়মিত ফাইন কাটা হয়। কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা বলে অভিযোগ করেছেন অন্যান্য শ্রমিকরা। যদিও এবিষয়ে কোনওভাবােই মুখ খুলতে চায়নি কারখানা কর্তৃপক্ষ। 


আরও পড়ুন: সারাদিন শহরে প্রধানমন্ত্রী! আজ কখন কোথায় মোদী, রইল রুট ম্যাপ