নিজস্ব প্রতিবেদন : রঙের উত্সব দোল। একে অন্যকে রাঙিয়ে দেওয়ার দিন। আনন্দে মেতে ওঠার দিন। বড়দের পায়ে আবির ছুঁয়ে একদিকে যেমন আশীর্বাদ নিয়ে থাকে ছোটরা। তেমনই বড়দের কপালে স্নেহের আবির চিহ্ন এঁকে দেন গুরুজনেরা। কিন্তু সেই আবির ছোঁয়াতে গিয়েই ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। মর্মান্তিক পরিণতি হল ১১ বছরের অরিজিত বারিকের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্ব মেদিনীপুরের দীঘার বাসিন্দা অরিজিত। বৃহস্পতিবার দোলের দিন সকালে পাড়ার আর পাঁচটা শিশু সঙ্গে দোল খেলতে গিয়েছিল অরিজিত। সেইসময়ই সম্পর্কে দাদু প্রতিবেশী প্রবোধ দত্তকে আবির মাখায় অরিজিত। আর তাতেই বেজায় চটে যান প্রবোধবাবু।


আরও পড়ুন, 'দিল লে লিয়া...', একতারা হাতে মনকে 'রঙিন' রাখার বার্তা শোভনদেবের


অভিযোগ, তাড়া করে অরিজিতকে ধরে ফেলেন তিনি। তারপরই কাটারি দিয়ে অরিজিতের বাম হাতে কোপ মারেন প্রবোধ দত্ত। গুরুতর জখম হয় অরিজিত। রক্তাক্ত অরিজিতকে প্রথমে দীঘা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় অরিজিতকে কাঁথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


আরও পড়ুন, ইমনের সঙ্গে গলা মেলালেন 'সাবধানী' কল্যাণ


অভিযুক্ত প্রবোধ দত্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আহত অরিজিতের পরিবার। জানা গেছে, দীর্ঘদিন ধরেই বারিক পরিবারের সঙ্গে ঝামেলা-বিবাদ চলছিল দত্ত পরিবারের। সেই রাগেই প্রবোধ দত্ত এই কাণ্ড ঘটান বলে প্রাথমিকভাবে অনুমান।