নিজস্ব প্রতিবেদন : জমি নিয়ে বিবাদের জের। তিন মাসের অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি কষানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, তাপমাত্রা বাড়লেও সরস্বতী পুজোর দিন থেকেই রাজ্যে ফের ফিরতে চলেছে শীত


জানা গিয়েছে, তিনজীবন তলা থানার সরবেড়িয়া গ্রামের বাসিন্দা  নূর মহম্মদ সেখের পরিবারের সঙ্গে প্রতিবেশী কচিমিঞার পরিবারের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে ঝামেলা চলছিল। জমিতে একটি পুকুরে ঘাট করছিল নূর মহম্মদ সেখ। অভিযোগ, তখনই কচিমিঞা সেখ ও তার পরিবার নূর মহম্মদকে মারধোর করে। পাশাপাশি তাঁর স্ত্রী জহরা বিবি ও ভাইয়ের স্ত্রী আনজুরা সেখের উপরও চড়াও হয়।


আরও পড়ুন, পরকীয়ায় বাধা! স্ত্রীর মাথায় হাঁসুয়ার কোপ স্বামীর


আনজুরা সেখ তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযোগ, তাঁর পেটে লাথি কষান কচিমিঞার পরিবারের লোকজন। লোহার রড, লাঠি ও ইট দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্তদের চিত্কারে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে প্রথমে মঠের দীঘি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন, কেষ্টর গড়ে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির চাল


পরে ওই অন্তঃসত্ত্বা মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় দু জনকে আটক করেছে জীবনতলা থানার পুলিশ  ।