নিজস্ব প্রতিবেদন : নগ্ন ছবির উপর এক যুবতীর মুখ বসিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অর্থগ্রামে। এই ঘটনায় উত্তর দিনাজপুরের সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী। তবে অভিযুক্ত যুবক পলাতক। অভিযুক্ত যুবকের মায়ের দাবি, তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, রায়গঞ্জ থানার অর্থগ্রামের বাসিন্দা ওই যুবতী। অভিযুক্ত প্রতিবেশী যুবক তাঁর ছবি নিয়ে ফটোশপ করে। একটি নগ্ন ছবিতে ওই যুবতীর মুখ বসিয়ে তা ফেসবুকে পোস্ট করে দেয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভুয়ো ছবি চোখে পড়ে যুবতীর বন্ধুদের চোখে। বন্ধুদের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন ওই যুবতী।


আরও পড়ুন, দাদুর মৃত্যুতে 'আনন্দ' নাতিদের! ডিজে বক্স বাজিয়ে দাহ করতে নিয়ে যাওয়া হল বৃদ্ধকে


এরপরই ওই যুবতী রায়গঞ্জ থানারক দ্বারস্থ হন। তবে রায়গঞ্জ থানার পুলিস অভিযোগ না নিয়ে তাঁকে সাইবার ক্রাইমে অভিযোগ করার পরামর্শ দেয়। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক পেশায় ফটোগ্রাফার। এদিকে ঘটনাটি জানাজানি হতেই সে বাড়ি ছেড়ে চম্পট দিয়েছে। অন্যদিকে যুবকের মা দাবি করেছেন, তাঁর ছেলেকে কিছু যুবক ফাঁসিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।