নিজস্ব প্রতিবেদন : এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ের পানিয়ারা গ্রামে। অভিযুক্ত যুবককে আটক করেছে মুরারই থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আজ ভোরবেলা ঘুম থেকে উঠে গ্রামের টিউবয়েলে মুখ ধুতে গিয়েছিলেন বছর কুড়ির ওই যুবতী। সেই সময় এলাকা অন্ধকাচ্ছন্ন ছিল। অভিযোগ, সেই সুযোগে ওই যুবতীকে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে লালচাঁদ শেখ নামে এক যুবক। মুখ কাপড় দিয়ে চেপে ধরে ওই যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পেশায় টোটোচালক লালচাঁদ শেখ একই গ্রামের বাসিন্দা।


আরও পড়ুন, কতটা ফুলেফেঁপে উঠেছে? তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তি-ই পুরভোটে হাতিয়ার হচ্ছে বিজেপির!


ঘরে ফিরে ঘটনার পর তাঁর অবিভাবকদের জানান ওই যুবতী। এরপরই মুরারই থানায় অভিযুক্ত লালচাঁদ শেখের বিরুদ্ধে ধর্ষণের  লিখিত অভিযোগ করেন যুবতীর মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত লালচাঁদকে আটক করেছে মুরারই থানার পুলিস। অন্যদিকে, শারীরিক পরীক্ষার জন্য নির্যাতিতা যুবতীকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিস।