ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই শ্যামল চক্রবর্তীর চক্রবর্তীর পোস্ট ঘিরে তুলকালাম ফেসবুকে। মঙ্গলবার বিকেলে বর্ষীয়ান বাম নেতার করা ওই পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। বঙ্গ সিপিএমের নেতা-কর্মীদের একাংশ যেমন বিদ্ধ করেছেন শ্যামলবাবুকে তেমনই পাশে দাঁড়িয়েছেন একপক্ষ। সব থেকে বড় কথা, দল ভাঙার দাবিও জানিয়েছেন কয়েকজন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ওই পোস্টে শ্যামলবাবু ৯ দফায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়ে চলতি বিতর্ক সম্পর্কে একাধিক মন্তব্য করেছেন। তিনি লেখেন, ''কিছু কমরেড কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এখনও ঠিক মত জানেন না। না জেনে বিতর্ক করলে কতক গুলি ভুল হয়ে যাবে। বিতর্ক অন্য পয়েন্টে হয়ে যাচ্ছে। বিতর্ক হওয়া ভাল। বিতর্ক তো হবেই। কিন্ত একটা সীমারেখার মধ্যে থাকা দরকার।'' এমনকী দলের ভিতরেই একাংশ অন্তর্ঘাত করছে বলে অভিযোগ করেন তিনি।


এলাকা চালাবে ক্লাব, 'খেলাশ্রী' অনুষ্ঠানে গুরুদায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী