ওয়েব ডেস্ক : রাজ্যে ছড়িয়ে আছে অন্তত সাড়ে ৫০০ ভুয়ো ডাক্তার। এমনই সন্দেহ CID-র। এখনও পর্যন্ত ১৪ জন ভুয়ো ডাক্তারকে চিহ্নিত করা গিয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন গ্রেফতার। বাকিদের ওপর নজর রাখছেন গোয়েন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, এদের মধ্যে একজন উত্তর ২৪ পরগনার সরকারি চিকিত্সক। নজরে রয়েছেন সল্টলেকের একটি নামী বেসরকারি হাসপাতালের প্রথম সারির চর্মরোগ বিশেষজ্ঞ। যিনি নরেন পাণ্ডের মেন্টর হিসেবে পরিচিত। সিআইডি সূত্রে খবর, তালিকায় রয়েছেন সল্টলেকের আরও এক নামী চিকিত্সকও।  তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে CID। সে ভুয়ো বলে আপাতত অনুমান গোয়েন্দাদের।


ভুয়ো ডাক্তারদের বিষয়ে মেডিক্যাল কাউন্সিলের কাছে তথ্য চেয়েছে CID। এদের নাম পাঠানো হয়েছে স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিসের ডিজির কাছে। CID সূত্রে খবর, এই ডাক্তারদের অনেকেই গ্রামীণ হাসপাতাল, মফস্সলের নার্সিংহোমে ছড়িয়ে রয়েছেন।  শুধু জেলার হাসপাতালগুলি নয়। শহরের একাধিক  প্রথম সারির হাসপাতালে সক্রিয় এই ভুয়ো ডাক্তারদের নেটওয়ার্ক ছড়িয়ে। তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা। যার মধ্যে উঠে এসেছে শহরের দুটি নামকরা বেসরকারি হাসপাতালের নাম। ভুয়ো ডাক্তার চক্রে প্রভাবশালী যোগের ইঙ্গিত CID রিপোর্টে।


আরও পড়ুন, 'নো অবজেকশন'! ২০০৩-এ ১ কোটি টাকা লোন পান ভুয়ো ডাক্তার নরেন পান্ডে