নিজস্ব প্রতিবেদন : নকল মায়ের নামে সরকারি হাসপাতালে ভর্তি আসল মা। ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে ফাঁস হল কোচবিহারে শিশু বিক্রির অভিনব পন্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোচবিহারের বলরামপুরের শিমুলতলার বাসিন্দা সান্ত্বনা সূত্রধর। স্বামী কাঠমিস্ত্রি কর্মসূত্রে বাইরে থাকেন। দুই সন্তানের মা সান্ত্বনা। তৃতীয়বার সন্তান সম্ভবা হওয়ার পর তিনি বুঝতে পারেন তৃতীয় সন্তানের ভরণপোষণ করা সম্ভব নয়। অভিযোগ, তৃতীয় সন্তানকে বিক্রি করে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। উজ্জ্বলা রায় নামের এক খদ্দেরও জুটে যায়।


অভিযোগ, উজ্জ্বলা রায়ের নাম ভাঁড়িয়ে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি হন সান্ত্বনা। স্বামীর নাম হিসেবে লেখেন উজ্জ্বলা রায়ের স্বামীর নাম। এভাবেই বাচ্চা জন্মানোর পর, সরকারি কাগজে শিশুর বাবা-মায়ের নামে অন্যের সিলমোহর পড়ে যায়। সন্তান দত্তক নিতে চলে আসেন নকল মা-ও। তখনই ফাঁস হয়ে যায় গোটা প্ল্যান। যাবতীয় অভিযোগ স্বীকার করে নিয়েছেন দুই মহিলা।


আরও পড়ুন, টিউশন পড়ে ফেরার পথে 'অপহৃত' ২ কিশোরী!


এদিকে, এই ঘটনার সঙ্গেও জড়িয়ে গিয়েছে রাজনৈতিক দলের নাম। সান্ত্বনা সূত্রধরের দাবি, তৃণমূল নেতাদের নির্দেশেই নাম ভাঁড়িয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শাসকদলের নেতারাই শিশু বিক্রির ব্যবস্থা করে দিয়েছিল বলে দাবি সদ্যোজাতের মায়ের।