নিজস্ব প্রতিবেদন: জমজমাট আলোচনার পর সোমবার লোকসভায় পাশ হল NIA সংশোধনী বিল। এর ফলে এবার থেকে বিদেশে ভারতীয়দের ওপর সন্ত্রাসবাদী হামলার তদন্ত করতে পারবে NIA. এদিন বিলটি নিয়ে সংসদে আলোচনার সময় বিতণ্ডায় জড়ান AIMIM নেতা আসাদউদ্দিন ওবেইসি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন আলোচনা চলাকালে বিজেপি সাংসদ সত্যপাল সিং হায়দরাবাদের একটি ঘটনার কথা উল্লেখ করেন। বলেন, হায়দরাবাদে একটি সন্ত্রাসবাদ সংক্রান্ত ঘটনার তদন্তে নেমে স্থানীয় প্রভাবশালী নেতার হুমকির মুখে পড়তে হয় পুলিস কমিশনারকে। নির্দেশমতো তদন্ত না করলে তাঁকে বদলির হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে AIMIM নেতা আসাদউদ্দিন ওবেইসি বলেন, নিজের বক্তব্যের সমর্থনে কি কোনও নথি সংসদে পেশ করতে পারবেন সত্যপাল সিং?


ওবেইসি একথা বলতেই উঠে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, বিরোধীরা যখন বক্তব্য রাখছিলেন তখন সরকারপক্ষের সাংসদরা বাধা দেননি। সেই সংযম দেখানো উচিত বিরোধীদেরও। আসাদউদ্দিনের দিকে আঙুল নির্দেশ করে তিনি বলেন, বক্তব্য শোনার জন্য বিরোধীদেরও ধৈর্যশীল হতে হবে। 


এতেই ক্ষেপে ওঠেন আসাদউদ্দিন। তিনি বলেন, আমার দিকে আঙুল তাক করে আমাকে ভয় দেখাতে পারবেন না। জবাবে অমিত শাহ বলেন, যাঁর নিজের মধ্যেই ভয় রয়েছে তেকে দেখানোর দরকার হয় না। 


এগিয়ে আসতে পারে বিধানসভা ভোট, প্রস্তুতি নিচ্ছে বিজেপি!


এদিন সংসদে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদীর সরকার কোনও দিন NIA-র অবব্যবহার করেনি। তবে তৃণমূলের দাবি, এই সংশোধনী অসাংবিধানিক। বিরোধিতা করেছে কংগ্রেসও। বিজেপির পালটা দাবি, ধর্মনিরপেক্ষতার নামে দেশের নিরাপত্তার সঙ্গে আপস করতে চায় বিরোধীরা।