নিজস্ব প্রতিবেদন : শনিবার বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন তৃণমূলের (TMC) প্রাক্তন কাউন্সিলর নিত্য়ানন্দ চট্টোপাধ্যায় (Nityananda Chatterjee)। এমনটাই জানালেন তিনি। বলেন, ১৯ ডিসেম্বর বিজেপিতে (BJP) যোগ দেবেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিত্যানন্দ চট্টোপাধ্যায় (Nityananda Chatterjee) পূর্ব বর্ধমানের গুসকরা শহরের পরিচিত নেতা। প্রাক্তন শহর সভাপতি তিনি। চারবারের প্রাক্তন কাউন্সিলরও। এলাকায় তাঁর বেশ প্রভাব আছে। বর্তমানে তৃণমূল কংগ্রেস (TMC) দলের বর্তমান পরিচালনা ব্যবস্থা নিয়ে খুশি নন নিত্য়ানন্দ চট্টোপাধ্য়ায় (Nityananda Chatterjee)। প্রশান্ত কিশোর ও অনুব্রত মন্ডলের বিরুদ্ধেও একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। 


উল্লেখ্য, বুধবার সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যে বৈঠক করেন, সেই বৈঠকে উপস্থিত ছিলেন নিত্যানন্দ চট্টোপাধ্যায় (Nityananda Chatterjee)। এখন গুসকরা শহরের একটা অংশের উপর তাঁর বেশ ভালো প্রভাব রয়েছে বলে মত রাজনৈতিক মহলের। তাই তিনি বিজেপিতে (BJP) যোগদান করলে দল ও এলাকায় তার প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


আরও পড়ুন, Suvendu দল ছাড়তেই জেলায় জেলায় পদত্যাগের হিড়িক TMC নেতৃত্বের


পাশাপাশি, গতকাল সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসানও। তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি একনিষ্ঠ কর্মী ছিলেন। দলের জন্ম থেকে টানা ১৪ বছর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন নুরুল হাসান। জেলা সভাপতি স্বপন দেবনাথের বিরুদ্ধে তাঁর ক্ষোভ রয়েছে। যদিও বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি এখনও স্পষ্ট করে কিছু জানাননি।


আরও পড়ুন, যারা ধান্দাবাজ তারা যাবে, নেতা গেলে কিছু হয়ে যাবে না : Anubrata Mondal