যারা ধান্দাবাজ তারা যাবে, নেতা গেলে কিছু হয়ে যাবে না : Anubrata Mondal

কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee) সঙ্গে বৈঠক শেষে বললেন জেলা সভাপতি অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। 

Updated By: Dec 17, 2020, 07:29 PM IST
যারা ধান্দাবাজ তারা যাবে, নেতা গেলে কিছু হয়ে যাবে না : Anubrata Mondal

নিজস্ব প্রতিবেদন : "যারা ধান্দাবাজ তারা যাবে। নেতা গেলে কিছু হয়ে যাবে না। নেতার কোনও দাম নেই।" আজ বীরভূমের রামপুরহাটে কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee) সঙ্গে বৈঠক শেষে বললেন জেলা সভাপতি অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। 

গতকাল গুসকরার কাউন্সিলর নিত্যানন্দ চট্টপাধ্যায়ের মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছিল। নিত্যানন্দ চট্টপাধ্যায় গতকাল সংবাদমাধ্যমে বলেন, "অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ট দুই মন্ত্রীও বিজেপিতে যোগ দেবেন।" সেই তালিকায় ছিল রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee) নামও। সেই জল্পনার অবসান ঘটাতেই আজ বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee) সঙ্গে বৈঠক করলেন TMC বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। 

আরও পড়ুন, Suvendu দল ছাড়তেই জেলায় জেলায় পদত্যাগের হিড়িক TMC নেতৃত্বের

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মন্ডল (Anubrata Mondal) বলেন , "যারা ধান্দাবাজ তারা যাবে। নেতা গেলে কিছু হয়ে যাবে না। নেতার কোনও দাম নেই।" অন্য়দিকে, কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় (Asish Banerjee) সাফ জানান, "এগুলো গুজব। যতদিন বাঁচব তৃণমূল কংগ্রেস দলেই থাকব।"

আরও পড়ুন, তারাপীঠে পুজো দিয়ে ২২০ আসন চাইলেন Anubrata Mondal

.