পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এসপ্তাহে পারদ নামার সম্ভাবনা নেই
জম্মু ও কাশ্মীরে তৈরির হয়েছে একটি ঝঞ্ঝা। বুধবারই সেটি ঢুকছে রাজ্যে
নিজস্ব প্রতিবেদন: শীতের আমেজ এসেও ফিরল গরম। সোমবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এর পেছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। দুদিন আগেও ভোরের দিকে যে ঠাণ্ডা ছিল তা এখন গায়েব। রাতের দিকে ফ্যান চালালেই বরং স্বস্তি মিলছে বেশি।
আরও পড়ুন-সোমবার থেকে রেশনে ৫০ টাকা ভর্তুকিতে মিলবে পেঁয়াজ
জম্মু ও কাশ্মীরে তৈরির হয়েছে একটি ঝঞ্ঝা। বুধবারই সেটি ঢুকছে রাজ্যে। ফলে সেই ঝঞ্ঝার জেরে চলতি সপ্তাহে তাপমাত্রা নামার খুব একটা সম্ভাবনা নেই। ঝঞ্ঝা সরলে ডিসেম্বরের মাঝামাঝি পারদ নামার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে।
আরও পড়ুন-সিমন্সের ব্যাটে ভর করে টি-২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
সোমবার কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৭ শতাংশ থেকে বেড়ে ৯৭ শতাংশ।